শনিবার, ২ মে, ২০১৫

আমরাতো শুরু করতে পারি?

https://www.facebook.com/আমি বলতে চেয়েছি কিছু সাধারন মানুষের অসাধারণ গল্প। প্রতিদিনই আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় সাদা চোখে হয়তবা কিছু দেখতে পাওয়া যায়না। কিন্তু একটু গভীরভাবে যদি প্রতিদিনের এই একটু হাঁসি, একটু কান্না; একটু চাওয়া, একটু পাওয়া... খেয়াল করে আমরা দেখিনা কেন? এমন অনেক মানুষ আছে যারা আমাদের যে কারো চেয়ে আলাদা নয়। তবুও.. তবুও তাদের কি যেন আলাদা, যা আমাদের অনুপ্রেরণা দেয় স্বপ্ন দেখার, জীবনে লড়ে যাওয়ার। জাদের দেখে বুঝতে পারি জীবনটা হয়ত.. হয়ত একটা ঘুড়ি , হয়ত নীল আকাশের ছেড়া ছেড়া মেঘ। হয়ত দিগন্ত ছোঁয়া সবুজ। হয়ত জীবনটা জীবনেরই জন্য। তাদের কথা আমরা শুনবোনা কেন? আমরা জানতে চাই, জানাতে চাই তাদের।